31.1 C
Rangpur City
Saturday, September 21, 2024
Google search engine
Homeবিভাগীয় খবররংপুরে কাঁচা বাজারে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে দ্রব্যমূল্য

রংপুরে কাঁচা বাজারে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে দ্রব্যমূল্য

মো: সাকিব চৌধুরী (স্টাফ রিপোর্টার)-

রংপুর সিটি বাজারে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে শাকসবজি, নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী ও বিভিন্ন মাছের দাম। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে এমন হয়েছে বলে মনে করছেন সাধারণ মানুষেরা।

রংপুর সিটি বাজার, মাহিগঞ্জ বাজার, কামাল কাছনা বাজার, কামার পাড়া বাসস্ট্যান্ড, লালবাগ, রেলস্টেশন সহ রংপুরের প্রতিটি কাচাঁ বাজারেই সবজির দাম আকাশ ছোঁয়া।

মঙ্গলবার(৯ই আগস্ট) রংপুর সিটি’র বিভিন্ন কাঁচা বাজারে সরজমিনে গিয়ে জিজ্ঞেস করলে জানা যায় – প্রতি কেজি পেঁয়াজ এর দাম ৫০ টাকা, আলু ৩৫ টাকা, কাঁচা মরিচ ২৪০ হতে ২৬০ টাকা, বেগুন ৬০ টাকা, পটল ৪০ টাকা, টমেটো ১৮০ টাকা, করলা ৭০ টাকা,লেবু ৩০ হতে ৩৫ টাকা হালি, পটল ৪০ হতে ৪৫ টাকা কেজি সহ প্রতিটি নিত্যপণ্যের দামের একই অবস্থা। এতে করে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ।

রংপুর সিটি বাজারে বাজার করতে আসা রেজাউল ইসলাম ও রতন মিয়া নামের দুইজন লোক বাজার করার পর তারা উভয়েই বলেন,প্রতিটা জিনিসপত্রের যে পরিমাণে দাম বেড়ে চলছে সেই তুলনায় আমাদের আয় বাড়েনি। এভাবে জিনিসপত্রের দাম বাড়তে থাকলে আমরা বাঁচবো কি করে।

তারা আরো বলেন, প্রতি মাসে আমি যে টাকা আয় করি সে টাকা বাসা ভাড়া বিদ্যুৎ বিল এবং বাজার করার পর নিজের চলার কিছুই থাকে না সাথে আছে বাচ্চাদের পড়া লেখার খরচ, তাদের হাতখরচ এসব মিলিয়ে একটা মানুষের মাসিক আয় থাকতে হবে ২০/২৫ হাজার টাকা, তাহলে মোটামুটি চলা যাবে। পাঁচশত টাকা নিয়ে বাজার করতে গিয়ে বাজার করার পর অর্ধেক ব্যাগও ভরে না।

এসময় সবজি বিক্রেতা রব্বানি বলেন, আমাদের কী করার আছে বলেন, প্রতিটা জিনিসের দাম বাড়ায় বিক্রি কম হচ্ছে। যখন সবজির দাম কম ছিল তখন বিক্রি ভালো ছিল। হঠাৎ করেই জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার কারণেই সকল ধরণের সবজির দাম বাড়ছে।

News Desk
News Deskhttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য