31.1 C
Rangpur City
Friday, September 20, 2024
Google search engine
Homeবিভাগীয় খবররংপুরে কর্মকারদের বেড়েছে ব্যস্ততা

রংপুরে কর্মকারদের বেড়েছে ব্যস্ততা

নিজস্ব প্রতিনিধি –

আগামী ১৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আযহা। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন রংপুরের কামার শিল্পীরা। সারা বছর অলস সময় পার করলেও কোরবানির মৌসুমে বেশ ব্যস্ততা বেড়ে উঠেছে রংপুর নগরীর কামার পাড়ায়।

দিনরাত সমান তালে লোহার টুং টাং শব্দে মুখরিত হয়ে উঠছে প্রতিটি কামার ঘর। অনেকেই আসছে কোরবানি করার অন্যতম অনুষঙ্গ ডাসা, ছুরি, বটি সহ বিভিন্ন অস্ত্র তৈরি করতে। আবার কেউ কেউ আসছে এসব সরঞ্জাম শান দিতে।

টুংটাং শব্দ আর কয়লার গন্ধে মুখরিত চারপাশ। কামাররা জানান, সারা বছর তেমন কাজ না থাকলেও কোরবানি আসলে বাড়ে চাহিদা। তাই এই সময়ে দম ফেলার ফুরসত পান না কারিগররা। কিন্তু এ বছর গতবারের তুলনায় ক্রেতার চাহিদা কম।

News Desk
News Deskhttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য