20.9 C
Rangpur City
Sunday, December 22, 2024
Google search engine
Homeবিভাগীয় খবররংপুররংপুরে করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান- বাণিজ্য মন্ত্রী

রংপুরে করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান- বাণিজ্য মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা
করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় দুস্থদের পাশে থেকে কাজ করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি।

করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে জনসাধারণকে সচেতন করতে মসজিদের ইমাম ও নেতাকর্মীকে কাজ করার ব্যাপারে জোর তাগিদও দেন মন্ত্রী।

তিন দিনের সফরে নিজ নির্বাচনী এলাকায় এসে বুধবার (১৯ মে) বেলা ১১টায় পীরগাছা উপজেলার দেউতি স্কুল এন্ড কলেজ হলরুমে হতদরিদ্র নারী পুরুষের মাঝে বস্ত্র বিতরণকালে এসব কথা বলেন।

বাণিজ্য মন্ত্রী এসময় তার নিজ নির্বাচনী এলাকা রংপু্র -৪ এর পীরগাছা উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ঘুরে হতদরিদ্র নারী পুরুষের মাঝে শাড়ি লুঙ্গি ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। এছাড়াও উপজেলার ইমাম মোয়াজ্জিনের হাতে পাঞ্জাবি উপহারস্বরূপ তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ছামছুল আরেফিন, মাননীয় বানীজ্য মন্ত্রী মহোদয় এর এ পি এস জেলা আওয়ামীলীগের সদস্য কামরুজ্জামান চৌধুরী তুহিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি তছলিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, পীরগাছা থানার অফিসার ইনচার্জ আব্দুল আজিজ, পারুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য