মহানগর প্রতিনিধি –
রংপুর রেলওয়ে স্টেশন চত্ত্বর রংপুরে ২৫ আগস্ট,
২০২৩,শুক্রবার সকাল ০৮টায় এডিস মশা নিধনে ভোক্তা সচেতনতামূলক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়।
আয়োজনে -কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রংপুর জেলা ও মহানগর কমিটি।
ডেঙ্গু মশা নিধনে ভোক্তার করণীয় শীর্ষক এক সচেতনতামূলক প্রচারাভিযান পরিচালনা করার উদ্যোগ গ্রহণ করছে ঢাকা বিভাগ সহ সকল বিভাগীয় শহরে।