20.9 C
Rangpur City
Sunday, December 22, 2024
Google search engine
Homeবিভাগীয় খবররংপুরে এক দিনের ভারী বর্ষণে জলাবদ্ধ নগর

রংপুরে এক দিনের ভারী বর্ষণে জলাবদ্ধ নগর

ইউনুছ কবীর:

গত ২৪ ঘণ্টায় ০৩ অক্টোবর,২০২১ রোববার সকাল ৯টা – ০৪ অক্টোবর,সোমবার সকাল ৯টা পর্যন্ত অঝোর ধারায় বৃষ্টিপাত হওয়ার কারণে  রংপুর নগরীর রাস্তা-ঘাট হাঁটু পানির নিচে।

গত রাতের টানা বৃষ্টিপাতে রংপুর নগরী পানিতে তলিয়ে গেল। নগরীর পথ ঘাট, অলিগলি সহ বাসাবাড়িতেও পানিতে ভরপুর। শ্যামা সুন্দরী ক্যানেল সহ ড্রেনে পানি উপচে পড়ায় নগরীর কিছু ব্যস্ততম শহর ও নিচু এলাকায় হাঁটু পানি জমে আছে। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে রংপুর নগরীর অলিগলিসহ বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লায় সৃষ্টি হয় জলাবদ্ধতা।

নগরীর নিচু এলাকাগুলো  পানিতে পরিপূর্ণ। কোনো এলাকায় হাঁটু সমান আবার কোথাও কোমর সমান পানি জমে থাকতে দেখা যায়।

নগরীর  মীরগঞ্জ,চকবাজার,জুম্মাপাড়া, মাহিগঞ্জ, বোতলা, মুলাটোল, কেরানি পাড়া, গুড়াতিপাড়া, খলিফাপাড়া,  হোসেন নগর, সর্দারপাড়া ও ঈদগাহ্পাড়া সহ  বিভিন্ন  পাড়া-মহল্লায় বৃষ্টির পানি আটকে পড়ে এবং সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য