নিজস্ব প্রতিনিধি :
০২ আগস্ট, সোমবার, ২০২১ রংপুর মহানগরীর মহাদেবপুর এলাকায় একটি খাদ্য প্রস্তুত কারখানায় পচা-বাসি তেল সংরক্ষণ, প্যাকেটজাত খাদ্যে প্রতিষ্ঠানের নিজস্ব ঠিকানা ব্যবহার না করা, এমআরপি, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশে ও বিভিন্ন লাইসেন্স এর মেয়াদ উত্তীর্ণ হওয়ার দায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জনাব মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে ০২ আগস্ট, সোমবার, ২০২১ আনুমানিক বেলা বারোটার দিকে একটি নিয়মিত বাজার অভিযান পরিচালনার সময় উক্ত প্রতিষ্ঠানে এই অর্থদণ্ড আরোপ করা হয়। এসময় প্রতিষ্ঠানের মালিক কে সার্বিক বিষয়ে আরও সচেতন হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয় এবং পরবর্তীতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়ে সতর্ক করা হয়।
অভিযান চলাকালীন সহযোগিতায় ছিলেন কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রংপুর বিভাগীয় শাখার সেক্রেটারী মোঃ আহসান উল হক তুহিন।
অভিযান শেষে সাক্ষাৎকারে জনাব মোঃ জাহাঙ্গীর আলম জানান – দেশের সকল ভোক্তার স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।