১০ জুলাই,২০২২,রোববার সকাল ৮টায় রংপুর কালেক্টরেট মাঠে মুফতি কাওসার আহমেদ এর ইমামতিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে প্রায় ১৫ হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। বিশেষ খুতবা শেষে বিশ্ব মুসলিম উম্মাহর সম্প্রীতি ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।
নামায শুরুর আগমুহূর্তে ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন – জনাব,মো: আবদুল ওয়াহাব ভূঁইয়া,বিভাগীয় কমিশনার,রংপুর বিভাগ। জনাব, আসিব আহসান জেলা প্রশাসক,রংপুর। জনাব, মাহমুদুর রহমান টিটু, রসিক প্যানেল মেয়র।
রংপুর নগরী’র ঈদুল আযহা’র প্রধান ঈদ জামাতে যথাযোগ্য ভাবগাম্ভীর্যের সহিত নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিগণ। মুসল্লিগণ দোয়া শেষে কোলাকুলি এবং করমর্দনে মোবারকবাদ ব্যক্ত করেন একে অপরের সাথে ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
(ছবি সংগৃহীত)