১৪-০৬-২০২১ সোমবার দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান মহোদয়ের নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে,সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ ফারুক আহমেদ এর অপারেশন পরিকল্পনা এবং নেতৃত্বে পুলিশ পরিদর্শক( নিঃ) জনাব মোঃ ছালেহ্ আহাম্মদ পাঠান, এসআই (নিঃ) মোঃ বাবুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ নাজমুল ইসলাম, এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ।
কোতয়ালী থানাধীন রংপুর আইডিয়াল মোড় শান্তিধারা মসজিদ সংলগ্ন জে এন্ড টি ল্যাবরেটরী( ইউনানী) অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে উক্ত প্রতিষ্ঠানের কাগজপত্র যাচাই বাছাই করে দেখা যায় যেঃ
ক) উক্ত প্রতিষ্ঠানের পরিবেশের ছাড়পত্র নাই। খ) উপস্থাপিত ছাড় পত্রের মেয়াদ ২০১৫ সালে শেষ হয়ে যায়। গ) ল্যাবরেটরী এর ম্যানেজার মোঃ আযাহার আলী, কর্তৃক দাখিলকৃত এ্যলেক্সার বিশ্লেষন করে প্রস্তুতকৃত ৯ টি ক্যাপসুল/ লিকুইড সিরাপের নাম মিল পাওয়া যায়। প্রদর্শনকৃত বাকী ০৭ টি নাম মিল পাওয়া যায় নাই যেমন মেনোরা, গ্যাসনাল, আর হাজিম ইত্যাদি প্রোডাক্ট গুলোর অনুমোদনের কাগজ পাওয়া যায় নাই। গ) ল্যাবরেটরীটি আবাসিক রেসিডেন্সিয়াল এলাকায় থাকা বা সোয়ার ঘর ঔষধ প্রস্তুতের কারখানা হিসাবে প্রাথমিক ভাবে দেখা যায়। ঘ) ঔষধ প্রস্তুতকারী শ্রমিকদের হাতে হ্যান্ড গ্লোভস ও মাসক পরিহিত দেখা যায় নাই।
ঙ) নোংরা পরিবেশে সাস্থ্য বিধি না মেনে শ্রমিকদের ঔষধ প্রস্তুত করতে দেখা যায়।
চ) মোঃ আযহার আলী, ম্যানেজার জে এন্ড টি ল্যাবরেটরীজ নিজেকে হাকিম বলে পরিচয় দেয় পরবর্তিতে তিনি হাকিম অস্বীম কুমার রায়,প্রকৃত হাকিম এর অনুপস্থিতিতে প্রাপ্ত অভিজ্ঞতায় ঔষধ প্রস্তুত কার্যক্রম করেন ও দেখা শুনা করে বলে জানা যায়।
ছ) ঔষধ প্রশাসন কর্তৃক অনুমোদিত ঔষধ প্রস্তুত করতে যে সকল ঔষধী কাঁচামাল দরকার তার অধিকাংশ কাঁচামাল অভিযান চলাকালে দৃষ্টিগোচর হয় নাই।
জ) বোতলের গায়ে মোড়ক ব্যাবহারের কোন অুনুমোদন পত্র নাই। ঝ) প্রতিষ্ঠানের কর্মরত কর্মকর্তা/ হাকিম/ এক্সপার্ট/ শ্রমিক/ নিয়োগ দেয়া থাকলেও একজন ম্যানেজার ও কয়েকজন শ্রমিক বাদে আর কাওকে পাওয়া যায় নাই। অভিযানে বিপুল পরিমান ইউনানী ঔষধ প্রস্তুতের ক্যামিকেল, তৈরি অননুমোদিত ঔষধ ও বিভিন্ন সরঞ্জামাদি সহ সর্বমোট ২০ লক্ষ টাকার মালামাল জব্দ করা হয় উল্লিখিত অপরাধের দায়ে রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ফিরুজুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ঔষধ আইন ১৯৪০ ১৮(গ) এবং ২৭ ধারা মোতাবেক উক্ত প্রতিষ্ঠানের ( জে এন্ড টি লাবরেটরী-ইউনানী) দায়িত্বরত ম্যানেজার মোঃ আজাহার আলী(৪১) পিতা- মৃত আঃ মালেক, সাং- সাগরপাড়া, কোতয়ালী আরপিএমপিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড আদেশ দেন। এবং ভুলত্রুটি সংশোধনের আদেশ দেন।