28.9 C
Rangpur City
Tuesday, April 15, 2025
Google search engine
Homeবিভাগীয় খবররংপুরে আরপিএমপি'র উৎসবমুখর পরিবেশে ‘বর্ষবরণ'

রংপুরে আরপিএমপি’র উৎসবমুখর পরিবেশে ‘বর্ষবরণ’

‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ এবারের এই প্রতিপাদ্যকে ঘিরে বাংলা নববর্ষ-১৪৩২ কে স্বাগত জানিয়ে উৎসবমুখর পরিবেশে ও নির্বিঘ্নে শেষ হলো আরপিএমপি’র ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। শোভাযাত্রাকে কেন্দ্র করে ছিল রংপুর মেট্রোপলিটন পুলিশ এর নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

বর্ষবরণের আনন্দ শোভাযাত্রাটি রংপুর জিলা স্কুল মাঠ থেকে আরম্ভ করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ পূর্বক টাউনহলে মাঠে এসে বৈশাখী মেলা-১৪৩২ উদ্বোধনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

আজ সোমবার ১লা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ জেলা প্রশাসন এর আয়োজনে আরপিএমপি,রংপুর কোতোয়ালী থানাধীন রংপুর জিলা স্কুল মাঠ হতে বর্ণাঢ্য র‍্যালি নিয়ে সিটি বাজার হয়ে টাউনহল চত্বর পর্যন্ত প্রদক্ষিণ করে উপস্থিত হন।

উক্ত বর্ষবরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়ের প্রাক্কালে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়ে ফিলিস্তিনি মুসলমানদের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। জুলাই-২০২৪ এর স্প্রিডকে ধারণ করে দলমত নির্বিশেষে অতীতের সব গ্লানি ভুলে গিয়ে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে সামনে এগিয়ে নেয়ার আহ্বান জানান।

১৪৩২ বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন-মোঃ শহিদুল ইসলাম, এনডিসি, বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ,মোঃ আমিনুল ইসলাম, ডিআইজি, রংপুর রেঞ্জ, রংপুর, মোঃ মজিদ আলী, বিপিএম, পুলিশ কমিশনার, মেট্রোপলিটন পুলিশ, রংপুর,মোহাম্মদ রবিউল ফয়সাল, জেলা প্রশাসক, রংপুর,মোঃ আবু সাঈম, পুলিশ সুপার, রংপুর। এছাড়াও জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও কলাকৌশলী ও স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য