নিজস্ব প্রতিনিধি:
রংপুর এর সিও বাজার এলাকায় পঁচা ডিম দিয়ে অস্বাস্থ্যকর খাদ্য তৈরির দায়ে একটি বেকারীকে অর্থ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ৩০ জুলাই,২০২২, শনিবার দুপুরে সিও বাজার কেল্লাবন্দ এলাকায় অবস্থিত একটি বেকারীতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়- সনদ না থাকা, পঁচা ডিম দিয়ে কেক তৈরি এবং স্বাস্থ্যবিধি অমান্য করায় বেকারীকে ১০ হাজার টাকা মাত্র জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন- জরিমানার পাশাপাশি বেকারী মালিকদের স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।