20.9 C
Rangpur City
Sunday, December 22, 2024
Google search engine
Homeবিভাগীয় খবররংপুররংপুরের হারাগাছে ৪৬০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-২

রংপুরের হারাগাছে ৪৬০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-২

রিয়াজুল হক সাগর :

রংপুরের কাউনিয়ায় হারাগাছে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৬০ পিচ ইয়াবা সহ এনামুল হক (৩২) ও জাহিদুল ইসলাম (৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আরপিএমপি থানা পুলিশ। উপজেলার হারাগাছ পৌর এলাকার পোদ্দারপাড়া এলাকায় সোমবার রাতে তাদেরকে আটক করা হয়।

মাদক ব্যবসায়ী এনামুল হক পশ্চিম পোদ্দারপাড়া গ্রামের বকুল মিয়ার ছেলে ও জাহিদুল ইসলাম বানুপাড়া আক্কাছটারী গ্রামের নুরল মিয়ার ছেলে।

হারাগাছ থানা পুলিশ জানায়, হারাগাছ পৌর এলাকার পশ্চিম পোদ্দারপাড়া ও বানুপাড়া কলেজমোড় এলাকায় কেনাবেচার উদ্দেশ্যে বিপুল পরিমান ইয়াবা মজুদ করা হয়েছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে রংপুর মেট্টোপলিটন উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেনের নির্দেশনায় সহকারি পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন) আল ইমরান হোসেনের নেতৃত্বে হারাগাছ থানার অফিসার ইনচার্জ (ওসি) সহ এসআই জ্যোতিষ চন্দ্র বর্মন, এসআই আব্দুর সবুর খন্দকার, এসআই আঃ খালেক, এএসআই সাজেদুল ইসলাম, বিপ্লব রায়, রাজীব রায়, পেয়ারুল এবং সঙ্গীয় ফোর্স পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে এনামুল হক ও জাহিদুল ইসলাম আটক করে। এসময় দুইজনের কাছ থেকে ৪৬০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১ লাখ ৩৮ হাজার টাকা।

এ ঘটনায় থানায় দুইজনকে আসামি করে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য