৮ জুলাই ২০২১ খ্রিঃ বৃহস্পতিবার বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া এক চিঠিতে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রংপুরের হাড়িভাঙ্গা আম নিয়ে এ আবেগ প্রকাশ করেন। পত্রের শুরুতে তিনি প্রধানমন্ত্রীকে, “শ্রদ্ধেয় শেখ হাসিনা দি” বলে সম্বোধন করেন। তিনি বলেন,” আপনার পাঠানো আম পেয়ে আমার খুব ভালো লেগেছে। বাংলাদেশের রংপুর জেলার হাড়িভাঙ্গা আমের নাম আমি শুনেছিলাম, আগে কখনো খাইনি। আপনি এত আম পাঠিয়েছেন যে, আমি দুহাত ভরে বিলিয়েছি।
ওই আমের মধ্যে আপনার যে স্নেহ এবং বাংলাদেশের যে সৌরভ মিশে আছে তাকে আমি সম্মান জানাই। আমি সত্যিই আপ্লুত। শ্রদ্ধা নেবেন।”( হুবহু মূল পত্র থেকে উৎকলিত)।
উল্লেখ্য যে, ২ জুলাই ২০২১ খ্রিঃ রবিবার দুপুরে বনগাঁ পেট্রাপোল সীমান্ত দিয়ে দু’দেশের কর্তাদের উপস্থিতিতে বাংলাদেশ থেকে ভারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া রংপুরের হাড়িভাঙ্গা আম প্রবেশ করে। ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য ২৬০ কাটুন এ ২৬০০ কেজি হাড়িভাঙ্গা আম ভারতীয় আধিকারিকদের হাতে তুলে দেন বাংলাদেশের কর্মকর্তারা।