৭ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে রাজশাহী।
শুরুর দিক থেকে একাই রংপুর রাইডার্সকে টেনে নিয়েছিলেন তাওহিদ হৃদয়। ওপেন করতে নামা এই ক্রিকেটার শেষদিকে সহায়তা পান খুশদিল শাহর। তাতে সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরত্বে অপরাজিত থাকলেও দলকে এনে দিয়েছিলেন ১৭৮ রানের লড়াকু পুঁজি। তবে রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিমের দুর্দান্ত ব্যাটিংয়ে মন ভাঙল হৃদয়ের। ৭ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে রাজশাহী। চলতি বিপিএল মৌসুমে এই নিয়ে দ্বিতীয়বার রংপুরকে হারাল রাজশাহী। এর আগের ম্যাচটি সুপার ওভারে নিয়ে জেতে শান্তর দল। আজ রোববার (১১ জানুয়ারি) রংপুর রাইডার্সের করা ১৭৮ রান রাজশাহী পেরিয়ে যায় ৫ বল আর ৭ উইকেট হাতে রেখেই। ১৭৯ রান তাড়ায় শেষ পর্যন্ত উইকেটে থেকে ৮৭ রানে অপরাজিত থাকেন ওয়াসিম।
শান্ত আউট হয়ে যান ৭৬ রান করে। তবে শুরু থেকেই আগ্রাসী খেলায় ম্যাচসেরা হন তিনিই। নাজমুলের ৪২ বলের ইনিংসে ছিল ৪টি ছক্কা ও ৬টি চার। আর আরব আমিরাতের ব্যাটার ওয়াসিম ৫৯ বলে ৪ ছক্কা ও ৭ চারে ৮৭ রানে অপরাজিত থেকেছেন। এর আগে, তাওহিদ হৃদয়ের অপরাজিত ৯৭ ও খুশদিল শাহর ৪৪ রানের দুটি ইনিংসে ভর করে রংপুর তুলেছিল ৪ উইকেটে ১৭৮ রান। রাজশাহীর হয়ে উইকেট নিয়েছেন সন্দীপ লামিচানে ও জিমি নিশামরা। বিপিএলের পয়েন্ট তালিকায় রাজশাহী ৭ ম্যাচে ৫ জয়ের ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তিনে রংপুর। চট্টগ্রাম রয়্যালস শীর্ষে আছে রাজশাহীর চেয়ে রানরেটে এগিয়ে থাকায়। (স্পোর্টস ডেক্স)






