মো: সাকিব চৌধুরী
ঈদের দিন থেকেই ভ্যাপসা গরম। এমন অসহ্য গরমেও থেমে নেই ঈদ আনন্দ। ইট পাথরের শহুরে জীবন থেকে একটু প্রশান্তির ছোঁয়া পেতে ঘর থেকে বেড়িয়েছেন নানা বয়সী মানুষ। সঙ্গে, বাবা-মা আর স্বজনদের হাত ধরে ঘুরছে শিশু কিশোররাও। নির্মলবাতাসে উচ্ছ্বলিত মানুষ ভিড় করছে রংপুর নগরী এবং নগরীর বাইরের বিনোদন কেন্দ্রগুলোতে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল থেকে রংপুর চিড়িয়াখানা বিনোদন উদ্যানসহ রংপুর শিশুপার্ক, তাজহাট জমিদার বাড়ি ও জাদুঘর, সিটি চিকলি বিনোদন পার্ক, প্রয়াস সেনাপার্ক, চিকলি ওয়াটার পার্ক ও রূপকথা থিম পার্ক ঘূরে দেখা যায় টিকিটের জন্য দর্শনার্থীদের লম্বা লাইন। টিকিট কেটে প্রবেশ করতেও যেন রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে বিনোদনপ্রেমীদের।
বেশি ভিড় লক্ষ্য করা গেছে জেব্রা, বাঘ ও সিংহের খাঁচার সামনে। বানরের ভেংচি কাটা আর লাফালাফি দেখতে বানরের খাঁচার সামনেও ছিল দর্শনার্থীর ভিড়। এছাড়া কুমির, ঘড়িয়াল, জলহস্তি, ঘোড়া, হনুমান, গাধা, ভাল্লুক, হরিণ, ময়ূর, উটপাখিসহ চিড়িয়াখানার সবগুলো খাঁচার সামনেই ছিল জটলা।
রংপুর জেলা পুলিশ সুপার আবু সাইম জানান, জেলার সরকারি-বেসরকারি সকল বিনোদন কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা রয়েছে। সেখানে আমাদের লোকজন কাজ করছে, মানুষ ভালোভাবে উৎসব করতে পারছে এটাই ভালো খবর।
রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, ঈদে বিনোদন কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নিতে রেজুলেশন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে আসা জেলা এবং বাহিরের কেউ নিরাপত্তার অভাব ফিল না করে। সে জন্য সকল ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।