সাজেদুল করিম
১৮ মে,মঙ্গলবার সকাল আনুমানিক ১১ঃ৩০ মিনিটে বাবু পাড়া ও তাজহাট মোল্লা পাড়া রংপুর এর বাসিন্দা অনামিকা সারোয়ার ফাতেমা বয়স ১৭ বছর , সাওদা হক ঋতু বয়স ২৪বছর,সারা হক প্রীতি বয়স ২৬ বছর, তিন বোন কচুয়ায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে সাঘাটা ঘাটে সেলফি তোলার সময় যমুনা নদীতে ডুবে মৃত্যু বরণ করেন।অনামিকা সারোয়ার ফাতেমা প্রথমে পানিতে পড়ে গেলে জীবনের কথা না ভেবে তার দুই বোন তাকে বাঁচাতে এগিয়ে গেলে সাঁতার না জানায় পানিতে ডুবে তিন বোনের মর্মান্তিক মৃত্যু ঘটে।১৯মে,বুধবার সকাল দশটায় তাজহাট,রংপুর কবরস্থানে দাফন কার্য সম্পন্ন হয়।
ছবি সংগৃহীত