27.2 C
Rangpur City
Friday, March 14, 2025
Google search engine
Homeবিভাগীয় খবররংপুরের বদরগঞ্জে বজ্রপাতে এক বৃদ্ধার মৃত্যু

রংপুরের বদরগঞ্জে বজ্রপাতে এক বৃদ্ধার মৃত্যু

মো: সাকিব চৌধুরী

রংপুরের বদরগঞ্জে আলু তুলতে গিয়ে বজ্রাঘাতে সাহিদা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ সময় ছেলে আনিছুর রহমান (৪৫) অসুস্থ হয়ে পড়ে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালীগঞ্জের মণ্ডলপাড়ায় এ ঘটনা ঘটে।

সাহিদা বেগম ওই গ্রামের আফসার আলীর স্ত্রী।

স্থানীয়রা জানায়, সকালে হালকা বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হয়। এ সময় ওই বৃদ্ধা ও ছেলে আলু ক্ষেতে কাজ করছিলেন। বজ্রপাত হওয়ার সঙ্গে সঙ্গে মাটিতে নুয়ে পড়ে মারা যান সাহিদা বেগম। এ সময় অসুস্থ হয়ে পড়ে ছেলে আনিছুর রহমান (৪৫)। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে সাহিদা বেগমের মরদেহ উদ্ধার করেন এছাড়া অসুস্থ অবস্থায় আনিছুরকে উদ্ধার করা হয়।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, বজ্রপাতে একজন মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে তথ্য সংগ্রহের জন্য পুলিশ পাঠানো হয়েছে।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য