স্টাফ রিপোর্টার
রংপুরের বদরগঞ্জে নারীসহ ৩ জনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এক যুবকসহ দুই গৃহবধূর লাশ রয়েছে।
বুধবার (২৩ আগস্ট) ভোর রাত থেকে দুপুর পর্যন্ত পৃথক স্থান থেকে ওই তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ। এর মধ্যে একজনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ সুত্রে জানা গেছে, সকালে উপজেলার কালুপাড়া ইউনিয়নের বৈরামপুর খুনিয়া পাড়া থেকে মানসিক ভারসাম্যহীন মশকুর রহমান নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়।
একই দিনে বদরগঞ্জ উপজেলার শাহিনুর বেগম (৪৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করে। নিহত শাহিনুর বেগমের বাসা মোস্তফাপুর দামোদরপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে। সকাল আনুমানিক আটটায় নিজ বাড়ির গোয়াল ঘরের তীরের সাথে গলায় রশি পেচিয়ে ফাঁস দিয়ে আত্নহত্যা করে।
এদিকে উপজেলার রামনাথপুর ইউনিয়ন আত্মহত্যা করে নুরজাহান (৩৫) নামে আরো এক গৃহবধূ।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, মৃত দুই নারীর পরিবার জানিয়েছেন তারা মানসিক রোগে ভুগছিলেন। এ ঘটনায় পরিবারদের কোনো অভিযোগ নেই। তাই লাশ দাফনের জন্য অনুমতি দিয়েছি। আর কিশোর মশকুরের মৃত্যু নিয়ে সন্দেহ থাকায় তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।