১৪ সেপ্টেম্বর,২০২১,মঙ্গলবার রংপুর কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নে সকালে বেলা জেলেরা তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে প্রায় সাড়ে তিন মণ ওজনের ৯ ফুট দৈর্ঘ্য ও তিন ফুট প্রস্থের একটি মৃত ডলফিন দেখতে পান ও মৃত ডলফিনকে উদ্ধার করা হয়।এর পর এলাকাবাসী মৃত ডলফিনটিকে উৎসাহ নিয়ে দেখার জন্য ভিড় করে। উপজেলা মৎস্য কর্মকর্তা সহ থানায় জানানো হলে তাঁরা সেখানে হাজির হন ও ডলফিনটি মৃত বলে মাটিতে পুঁতে ফেলার সিদ্ধান্ত নেন উপজেলা মৎস্য কর্মকর্তা। উজানের স্রোতে মাছটি ভারত থেকে ভেসে চলে আসতে পারে, ধারণা করা হয়।
সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম বলেন- উদ্ধারকৃত মাছটি ডলফিনের বাচ্চা।নদীতে মাছটি মৃত অবস্থায় উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। এটি দেখতে ডলফিন বা শুশুকের মতো। বেলা সাড়ে ১১টার দিকে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত মাছটিকে ডলফিন বলে শনাক্ত করেন। দেখতে ডলফিন বা শুশুকের মতো। মৃত ডলফিনের শরীরে পচন ধরার কারণে মাটিতে পুঁতে ফেলা হবে।
ঐ এলাকার জেলে জহুরুল ইসলাম বলেন, আজ সকাল ৬টায় তিনজন তিস্তা নদীর চরগনাইয়ে মাছ ধরতে গিয়ে সে সময় নদীতে বিশালাকারের একটি মাছ ভাসতে দেখে। প্রায় ঘণ্টা খানেক পর নদী থেকে মাছটি তুলে আনা হয়।
টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি বলেন, বিশালাকৃতির মাছটি উদ্ধারের পর মৎস্য অফিসকে খবর দিয়েছি। তারা এসে মাছটিকে ডলফিন বলে শনাক্ত করেছেন।