সাজেদুল করিম
রংপুর সিটি কর্পোরেশন ২৮নং ওয়ার্ড আশরতপুর চকবাজার এলাকার বাসিন্দা জনাব মোঃকামরুল আলম,এজিএম (অবঃ), গ্রামীণ ব্যাংক ও রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মনজিল আরা বেগম লিলি এর একমাত্র পুত্র মাসনুন নাফিস দীপ্ত গত ১৯ জুলাই,সোমবার ২০২১ আমেরিকার মিশিগান লেকে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে যায়। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল আনুমানিক ২৬ বছর। তিনি আমেরিকার মেরি ল্যান্ড ইউনিভার্সিটি হতে এম এস ডিগ্রি অর্জন শেষে পিএইচডি ডিগ্রির জন্য গবেষণারত ছিলেন। নাফিস রংপুর জিলা স্কুল ও ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।তিনি ব্র্যাক ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ের শিক্ষার্থী ছিলেন।
২৫জুলাই, ২০২১ রবিবার বাদ মাগরিব আশরতপুর চকবাজার প্রাইমারি স্কুল মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে আশরতপুর চকবাজার পারিবারিক কবর স্থানে মরহুমের দাফন কার্য সম্পন্ন হয়। মাসনুন নাফিস দীপ্ত এর মৃত্যুতে আত্মীয় – স্বজন,প্রতিবেশী,বন্ধু মহল,শুভাকাংখী ও এলাকাবাসী গভীরভাবে শোকাহত। সকলে মরহুমের আত্মার শান্তি কামনা করেন।