রাজধানীর বনানীর ইউনিক রিজেন্সি হোটেলে মাদকবিরোধী অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ অভিযানে রংধনু গ্রুপের হেড অব মিডিয়া ও নৃত্যপরিচালক মো. সাইফুল ইসলামকে মাদকদ্রব্যসহ আটক করা হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে ডিএনসির মেট্রো উত্তর কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে বনানী এলাকায় পরিচালিত অভিযানে সাইফুল ইসলামসহ আরও দু’জনকে আটক করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে প্রায় ৬ কেজি শিশা, শিশা সেবনের জন্য ব্যবহৃত ১৩টি হুক্কা, ১৬টি খালি মদের বোতল এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য ও আলামতসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএনসি। (সংগৃহীত)