স্পোর্টস ডেস্ক –
মায়ামির হয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে শিরোপা উদ্যাপনের মধ্য দিয়ে এ নিয়ে ১৬টি দেশে ৪৪টি ট্রফি উঁচিয়ে ধরেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। । রবিবারের আগপর্যন্ত মেসির শিরোপা উদ্যাপনের সাক্ষী হয়েছিল ১৫টি দেশ।
মেসি সবচেয়ে শিরোপা উদ্যাপন করেছেন স্পেনে। বার্সেলোনার হয়ে ১৭ বছরের ক্যারিয়ারে মেসি শিরোপা জিতেছেন ৩৫টি, যার বেশির ভাগই মেসি উদ্যাপন করেছেন স্পেনে। মজার বিষয় হচ্ছে, বিশ্বের নানা প্রান্তে শিরোপা উদ্যাপন করলেও নিজ দেশ আর্জেন্টিনায় কখনো শিরোপা উদ্যাপন করা হয়নি মেসির।
যেসব দেশে মেসি শিরোপা জিতেছেন-
স্পেন: লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ।
নেদারল্যান্ডস: ২০২০ সালে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ।স্পোর্টস ডেস্ক –
মায়ামির হয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে শিরোপা উদ্যাপনের মধ্য দিয়ে এ নিয়ে ১৬টি দেশে ৪৪টি ট্রফি উঁচিয়ে ধরেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। । রবিবারের আগপর্যন্ত মেসির শিরোপা উদ্যাপনের সাক্ষী হয়েছিল ১৫টি দেশ।
মেসি সবচেয়ে শিরোপা উদ্যাপন করেছেন স্পেনে। বার্সেলোনার হয়ে ১৭ বছরের ক্যারিয়ারে মেসি শিরোপা জিতেছেন ৩৫টি, যার বেশির ভাগই মেসি উদ্যাপন করেছেন স্পেনে। মজার বিষয় হচ্ছে, বিশ্বের নানা প্রান্তে শিরোপা উদ্যাপন করলেও নিজ দেশ আর্জেন্টিনায় কখনো শিরোপা উদ্যাপন করা হয়নি মেসির।
যেসব দেশে মেসি শিরোপা জিতেছেন-
স্পেন: লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ।
ফ্রান্স: লিগ ওয়ান শিরোপা, ২০০৫–২০০৬
মৌসুমের চ্যাম্পিয়নস লিগ।
চীন: ২০০৮ সালের অলিম্পিক।
ইতালি: ২০০৮–০৯ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ।
মোনাকো: ২০০৯ সালের ইউরোপিয়ান সুপার কাপ।
সংযুক্ত আরব আমিরাত: ২০০৯ সালের ক্লাব বিশ্বকাপ।
ইংল্যান্ড: ২০১০–১১ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ এবং কনমেবল উয়েফা কাপ অব চ্যাম্পিয়নস (কনমেবল) বা ফাইনালিসিমা।
জাপান: ২০১১ ও ২০১৫ সালে ক্লাব বিশ্বকাপ।
জার্মানি: ২০১৪–১৫ সালের চ্যাম্পিয়নস লিগ।
জর্জিয়া: ২০১৫ সালের ইউরোপিয়ান সুপার কাপ।
মরক্কো: ২০১৮ সালের স্প্যানিশ সুপার কাপ।
ব্রাজিল: ২০২১ সালের কোপা আমেরিকা।
ইসরায়েল: ২০২২ সালের ফ্রেঞ্চ সুপার কাপ।
কাতার: ২০২২ সালের বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র: লিগস কাপ।