নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে আগামীকাল (৩ এপ্রিল) পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লাহোরে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে প্রস্তুত টাইগ্রেসরা।
আগামী ৫ এপ্রিল থেকে লাহোরে শুরু হবে ছয় দলের বিশ্বকাপ বাছাইপর্ব। এখান থেকে সেরা দুটি দল মূল বিশ্বকাপে জায়গা করে নেবে। বাছাইপর্ব শুরুর আগেও প্রস্তুতি ম্যাচ আছে বাংলাদেশের। বাংলাদেশ দল তাদের প্রথম ম্যাচ খেলবে ১০ এপ্রিল, প্রতিপক্ষ থাইল্যান্ড। এরপর ১৩ এপ্রিল আয়ারল্যান্ড, ১৫ এপ্রিল স্কটল্যান্ড, ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ এবং ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে টাইগ্রেসরা।
দেশ ছাড়ার আগে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়েছেন দলের লক্ষ্যের কথা। তিনি চান ব্যাটাররা দায়িত্বশীল ইনিংস খেলুক এবং বোলাররা ইকোনোমিক্যাল বোলিং করুক।
বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জ্যোতি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে আমাদের নিয়মিত খেলা হয়, তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তুলনামূলকভাবে কম ম্যাচ খেলেছি। তবে এবার বাছাইপর্বে তাদের মুখোমুখি হওয়ার আগে আমাদের থাইল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ আছে, যা আমাদের ভালো প্রস্তুতির সুযোগ করে দেবে।’
সাফল্যের জন্য ব্যাটারদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘প্রথমদিকে যদি আমরা একটা মোমেন্টাম তৈরি করতে পারি, তাহলে তা দলের জন্য ইতিবাচক হবে। আমাদের ব্যাটিং পারফরম্যান্স ভালো করতে হবে।’
পাকিস্তানের পিচ ব্যাটিং সহায়ক হলেও বাংলাদেশ দলের বোলারদের সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাসী জ্যোতি। তিনি বলেন, ‘আমাদের বোলাররা সবসময় দুর্দান্ত পারফর্ম করে। ব্যাটিং-বান্ধব উইকেটে আমাদের বোলাররা যেন ভালো বোলিং করতে পারে, সেটাই লক্ষ্য।’ (স্পোর্টস ডেস্ক)