এপ্রিল মাসের শেষ সপ্তাহেও বেশ কয়েকটি প্রত্যাশিত ছবি এবং ওয়েব সিরিজ ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পাচ্ছে।
জুয়েল থিফ : দ্য হাইস্ট বিগিনস।অ্যাকশন থ্রিলারটি পরিচালনা করেছেন কুকি গুলাটি ও রবি গ্রেওয়াল।
অভিনয়ে সাইফ আলি খান, জয়দীপ আহলাওয়াত, নিকিতা দত্ত, কুনাল কাপুর। নেটফ্লিক্সে ২৫ এপ্রিল থেকে দেখা যাচ্ছে এটি।
উইক হিরো ক্লাস ২-স্কুলড্রামা -প্লেলিস্ট স্টুডিও’র এ সিরিজে অভিনয় করেছেন পার্ক জি হুন, রিয়ো উন, চোই মিন ইয়ং। নেটফ্লিক্সে ২৫ এপ্রিল থেকে দেখা যাচ্ছে এটি।
তারুণম-রোমান্টিক থ্রিলারটি পরিচালনা করেছেন অরভিন্দ শ্রীনিভাসন। অভিনয় করেছেন কিশেন দাস, স্মৃতি ভেঙ্কট। নেটফ্লিক্সে ২৫ এপ্রিল থেকে দেখা যাচ্ছে এটি।
আয়্যানা মানে – কন্নড় এ থ্রিলার ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন রমেশ ইন্দিরা। অভিনয়ে কুশি রবি, রমেশ ইন্দিরা,মানসী সুধীর প্রমুখ। জি ফাইভে দেখা যাচ্ছে সিরিজটি।
ম্যাড স্কয়ার-কল্যাণ শঙ্করের পরিচালনায় তেলেগু কমেডি-ক্রাইম এ সিনেমাটিতে অভিনয় করেছেন রাম নীতিন, প্রিয়াঙ্কা জাওয়ালকার, নার্নে নীতিন, সঙ্গীত সোবান। ২৫ এপ্রিল থেকে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে এটি।
ভিরা ধীরা সুরান-এস. ইউ. অরুণ কুমার পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন বিক্রম, এস. জে. সূর্যাহ, সুরাজ ভেঞ্জারামুডু এবং দুশারা বিজয়ন। ২৪ এপ্রিল এটি মুক্তি পায় অ্যামাজন প্রাইম ভিডিওতে।
সুপারবয়েজ অব মালেগাঁও-কমেডি-ড্রামা জনরার সিনেমাটি পরিচালনা করেছেন রীমা কাগতি। অভিনয় করেছেন আদর্শ গৌরব, বীনীত কুমার সিং, শশাঙ্ক অরোরা, অনুজ সিং দুহান। প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে এটি। (বিনোদন ডেস্ক)