বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলের ১৮তম আসরের পর্দা উঠতে যাচ্ছে আগামীকাল।
উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের উদ্বোধনী মৌসুমে ২০০৮ সালেও প্রথম ম্যাচে মুখোমুখি হয় এই দুই দল।
এবারের আসরে সব মিলিয়ে ১৩টি ভেন্যুতে খেলা ৭৪টি ম্যাচ। গ্রুপ পর্ব শেষে আগামী ২০ মে থেকে শুরু হবে নকআউট পর্ব। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দলের মধ্যে প্রথম কোয়ালিফায়ার খেলা হবে ওই দিনই।
পরের দিন এলিমিনেটর, পয়েন্ট টেবিলের তৃতীয় এবং চতুর্থ দলের মধ্যে। এই দুটি ম্যাচ খেলা হবে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে।
প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল এবং এলিমিনেটরের বিজয়ী দল ২৩ মে ইডেন গার্ডেনসে দ্বিতীয় কোয়ালিফায়ার মুখোমুখি হবে। একই ভেন্যুতে ২৫ মে হবে মেগা ফাইনাল।
গত বছরের শেষ দিকে আইপিএলের মেগা নিলাম হয়। সেখানে ১৮২ জন ক্রিকেটার কিনতে দলগুলি ৬৩৯.১৫ কোটি রুপি খরচ করে।
যেখানে সর্বোচ্চ ২৭ কোটি রুপিতে ঋষব পান্তকে কিনেছে লক্ষ্ণৌ। যা আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটারের রেকর্ড। (স্পোর্টস ডেস্ক)