29.8 C
Rangpur City
Tuesday, May 6, 2025
Google search engine
Homeখেলাধুলাম্যানচেস্টার সিটি ইপিএল টেবিলের তিনে

ম্যানচেস্টার সিটি ইপিএল টেবিলের তিনে

ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের ৩৫তম ম্যাচ ডে’তে জয় পেয়েছে । উলভার হ্যাম্পটনকে ১-০ গোলে হারিয়ে টেবিলের তিন নম্বরে উঠে এসেছে পেপ গার্দিওলার দল। এখন পর্যন্ত শীর্ষ পাঁচ দলের মধ্যে এক ম্যাচ বেশি খেলেছে সিটি। তালিকার চার ও পাঁচে থাকা নিউক্যাসল ও চেলসির পয়েন্ট যথাক্রমে ৬২ ও ৬০।

শুক্রবার (২ মে) নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে উলভসকে আতিথ্য দেয় ম্যান সিটি। ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের বিপক্ষে দুর্দান্ত শুরু করে উলভস। সিটি গোলরক্ষক এডারসনকে কিছু সময়ের জন্য একা পেয়েও গোল করতে পারেননি জিন বেলেগার্ড ও মার্শাল মুনেতসি।

কয়েক মিনিট পর, রায়ান নুরির শট সিটির ফার পোস্টে লেগে প্রতিহত হলে আবারো গোল বঞ্চিত হয় দলটি। তবে ক্রমশই ম্যাচে ফেরে সিটিজেনরা। ডকুর অ্যাসিস্টে ম্যাচের ৩৫তম মিনিটে সিটিজেনদের হয়ে লিড নেন ক্যাভিন ডি ব্রুইনা।

১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধেও গোল পেতে পারতো উলভস। কিন্তু এবারও ভাগ্য সহায় হয়নি। ম্যাথিয়াস কুনার শট এবার ফিরে আসে নেয়ার পোস্টে লেগে। সিটিও ব্যবধান বাড়িয়ে নিয়ে একাধিক আক্রমণ চালায়। তবে দু’দলের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় উভয় দলের ফরোয়ার্ডরা।
(স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য