ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন মোস্তাফিজুর রহমান। আসরের বাকি সময় মাঠে দেখা যাবে দ্য ফিজকে অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে।
বুধবার (১৪ মে) ‘এক্স’-এর হ্যান্ডেলে একটি পোস্ট দিয়েছে দলটি। তারা লিখেছে, দুই বছর পরে মোস্তাফিজুর ফিরেছেন। আইপিএলের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
এর আগে দিল্লি ক্যাপিটালসের হয়ে দুই মৌসুম আইপিএলে খেলেছেন মোস্তাফিজুর রহমান। ২০২২ সালে ৮ ম্যাচে আটের কম ইকোনমিতে ৮ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই পেসার। তবে ২০২৩ সালে মাত্র ২ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। ২ ম্যাচে ৭ ওভারে ৭৯ রান খরচ করে নিয়েছিলেন ১ উইকেট। সব মিলিয়ে আইপিএলে ৫৭ ম্যাচে ৬১ উইকেট নিয়েছেন ‘কাটার মাস্টার’।
আপাতত দ্য ফিজের দল দিল্লি ক্যাপিটালস পয়েন্ট তালিকার পাঁচে অবস্থান করছে। ২০১৬ সালে আইপিএলে নিজের অভিষেক আসরে ‘ইমার্জিং ক্রিকেটার’ নির্বাচিত হয়েছিলেন মোস্তাফিজ। ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে আইপিএল আপাতত বন্ধ রয়েছে; আগামী শনিবার থেকে আবারও শুরু হবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর। (স্পোর্টস ডেস্ক)