রংপুরে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন ১ হাজার মোটর শ্রমিকের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তুলে দিয়েছে রংপুর জেলা প্রশাসন। শনিবার (১০ জুলাই) ২০২১ দুপুরে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে কর্মহীন মোটর শ্রমিকদের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।
কর্মহীন মোটর শ্রমিকদের হাতে সহায়তা তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম রব্বানী।
করোনাকালীন সময়ে কর্মহীন অবস্থায় থাকা বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তুলে দেওয়া হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্র জানায়।