25.5 C
Rangpur City
Thursday, January 15, 2026
Google search engine
Homeখেলাধুলামেসির দুই বিশ্বরেকর্ড এক ম্যাচেই

মেসির দুই বিশ্বরেকর্ড এক ম্যাচেই

এবার তিনি জিতেছেন ক্যারিয়ারের ৪৭তম শিরোপা।৩৮ বছর বয়সেও লিওনেল মেসি যেন ঝলক দেখাচ্ছেন আগের মতোই। খেলছেন, খেলাচ্ছেন, দলকেও জেতাচ্ছেন। এবার তিনি জিতেছেন ক্যারিয়ারের ৪৭তম শিরোপা। নিউ ইয়র্ক সিটিকে ৫-১ গোলে হারিয়ে তার দল ইন্টার মায়ামি প্রথমবারের মতো জিতে নিয়েছে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের শিরোপা। ইতিহাসের সর্বোচ্চ ট্রফি জেতার মালিক এখন মেসি।

আর তাতেই ৫৯ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভেঙে দেন তিনি। ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক এখন মেসি। ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে এই অ্যাসিস্ট তার ক্যারিয়ারের ৪০৫তম। এই অ্যাসিস্টই তাকে তুলে দেয় তালিকার শীর্ষে।
১৯৬৬ সালে ফেরেনশ পুসকাস যখন অবসরে যাচ্ছেন, তখন তার ক্যারিয়ার অ্যাসিস্টসংখ্যা ছিল ৪০৪। যদিও তা ছিল অনানুষ্ঠানিক, কারণ তখন এসবের হিসেব আনুষ্ঠানিকভাবে রাখত না কোনো প্রতিষ্ঠানই।
আগের ম্যাচে সিনসিনাতির বিপক্ষে অ্যাসিস্টের হ্যাটট্রিক করে তার পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন মেসি। আজকের এই অ্যাসিস্ট তাকে তুলে দিয়েছে সবার ওপরে।

(স্পোর্টস ডেক্স)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য