মেসিকে নিয়ে সুখবর দিয়েছেন মায়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানো। আগামীকালের (রোববার) ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন মেসি এমনটাই জানিয়েছেন তিনি।
গত ২ আগস্ট লিগস কাপের নেকাক্সার বিপক্ষে ম্যাচে ডানপায়ে মাংসপেশির চোট পেয়ে মাত্র ১২ মিনিটেই মাঠ ছাড়তে বাধ্য হয়েছিল লিওনেল মেসি। এরপরই গণমাধ্যমের খবরে জানা গিয়েছিল দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হতে পারে এই আর্জেন্টাইনকে। যার ফলে ইন্টার মায়ামির হয়ে লিগস কাপের বাকি সময় এবং আর্জেন্টিনার জার্সিতে ঘরের মাঠে সম্ভাব্য শেষ ম্যাচ খেলা নিয়ে তৈরি হয় শঙ্কা।
মাশ্চেরানো বলেন, লিও এখন ভালো আছে। বুধবার থেকেই দলের সঙ্গে অনুশীলন করছে। যদি অস্বাভাবিক কিছু না ঘটে, তাহলে তাকে কালকের ম্যাচের দলে রাখা হবে।
অবশেষে জাতীয় দলে ফিরছেন নেইমার!
মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে রোববার ভোরে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মায়ামি আতিথ্য দেবে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিকে। প্রথমবারের মতো ম্যাচটিতে দেখা যাবে এই আর্জেন্টাইন মহাতারকাকে।
এদিকে ভিসা-সংক্রান্ত কারণে কিছুদিন অনুশীলনে না থাকলেও, রদ্রিগো ডি পল গ্যালাক্সির বিপক্ষে স্কোয়াডে থাকছেন বলে নিশ্চিত করেছেন মায়ামি কোচ। কিছুদিন আগে অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে ট্রান্সফার উইন্ডোতে আর্জেন্টাইন মিডফিল্ডার ডি পলকে দলে ভেড়ায় ইন্টার মায়ামি। যা দলটির শক্তি বাড়িয়েছে।
মায়ামির মিডফিল্ডার ফেদেরিকো রেদোন্দো সম্প্রতি লা লিগার ক্লাব এলচেতে যোগ দিয়েছেন এবং গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডারও চার্লট এফসিতে যোগ দেওয়ার পথে। এই অবস্থায় নতুন করে দলে খেলোয়াড় যুক্ত করার কথা ভাবছেন মাশ্চেরানো।
তিনি বলেন, ট্রান্সফার মার্কেটে এখনও এক সপ্তাহের বেশি সময় আছে। সংখ্যায় দল ছোট মনে হতে পারে, তবে আমরা যথেষ্ট ভারসাম্যপূর্ণ। হয়তো কিছু নির্দিষ্ট পজিশনে খেলোয়াড় প্রয়োজন, তবে আমার যা আছে, আমি তাতেই খুশি।
(স্পোর্টস ডেস্ক)