একটা সময় সামাজিক মাধ্যমে নানা রূপ-সাজে তার দেখা মিলত ঢাকাই শোবিজ অঙ্গনের নতুন মুখ, মডেল-অভিনেত্রী রিয়া মনি। তার কিছু উদ্ভট সাজ নিয়ে শুরুতে সমালোচনাটাই বেশি করেছিল নেটিজেনরা। তবে এখন তৈরি হয়েছে তার নতুন ভক্তমহল ও প্রশংসা।
সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রিয়া মনি। সেখানে কাজ-ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও কথা বলেন। অতীতের কিছু মজার ঘটনাও ভাগ করে নেন সেই সঙ্গে।
একটা সময় নেটিজেনদের আলোচনার কেন্দ্রে ছিল রিয়ার লুক। আদতে তাদের অনেকে শুরুতে তাকে ছেলে ভাবতেন। কারণ, তার হেয়ারকাট থেকে শুরু করে পোশাক-আশাক ছিল তার কারণ। কিন্তু রিয়া এবার নিজেও এবার এ বিষয়ে মুখ খুললেন। জানালেন, বাইরে বের হলে অনেকে তাকে ছেলেই ভাবতো। মেয়েদের থেকে নাকি প্রেমের প্রস্তাবও পেয়েছেন এই অভিনেত্রী!
রিয়া মনি বলেন- দুই বছর আগে যখন চুল একেবারেই শর্ট করে ফেলি। মানে বয়কাট ছিল আমার চুল। তখন আমি স্বাভাবিকভাবে বাইরে মানে ক্যাফেতে কিংবা বন্ধুদের সাথে ঘোরাঘুরি করি। আমি খেয়াল করি ছেলেদের চেয়ে বেশি মেয়েরাই আমাকে ফোকাস করছে। সে জায়গা থেকে আমি সত্যি কথা বলব, মেয়েরা ভাবত আমি ছেলে। কারণ, আমার আউটফিট, সবকিছু মিলিয়ে ভাবত ছেলে। তো সে জায়গা থেকে আমিও মেয়েদের প্রপোজ পেয়েছি।মেয়েদের প্রপোজ পেতে কেমন লাগে, সে অভিজ্ঞতা জানিয়ে রিয়া মনি বলেন, আমি সে ব্যাপারটা খুব এনজয় করেছি।
তিনি আরো বলেন-অন্য মেয়েরা বয়কাট করলেও তাদের মেয়েই মনে হয়। কিন্তু এই কাজ আমি করলে বিষয়টা পুরো ছেলে। আর মেয়ে হয়ে মেয়েদের প্রপোজ পাওয়াটা তো একটু মজার।
মোস্তফা খান সিহান’র পরিচালনায় ঈদের বিশেষ নাটক ‘ফুলপুর’ নাটকে অভিনেতা আরশ খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন রিয়া মনি। এছাড়াও ‘সেরা রূপসি’, ‘দুইবোন’, ‘স্মৃতির জোনাকি’ নাটকে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন। (বিনোদন ডেস্ক)