রংপুর জেলা প্রতিনিধি –
২৯ আগস্ট,২০২২,সোমবার সকালে নগরীর হাজিরহাট এলাকায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর জেলা ও বিভাগীয় কার্যালয়।
এ সময় অভিযানে সহায়তা করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুরের কর্মকর্তারা। এ সময় সারের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮ ধারায় “বিসমিল্লাহ এন্টারপ্রাইজ”কে ৩,০০০ টাকা,”বর্ষা বীজ বিতান”
৫০০ টাকা,”রামিসা ট্রেডার্স” কে ৫০০ টাকা এবং “সততা স্টোর” কে ৩,০০০ টাকা সহ মোট ৭,০০০ টাকা নগদ জরিমানা আরোপ ও আদায় করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীন।
হাসনা বাজার এলাকায় “নায়লা ফার্মেসী”তে বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আরিফ মিয়া মেয়াদোত্তীর্ণ ঔষধ সহ বিভিন্ন অপরাধে ৬,০০০ টাকা নগদ জরিমানা আরোপ ও আদায় করেন।