20.9 C
Rangpur City
Sunday, December 22, 2024
Google search engine
Homeখেলাধুলামাহমুদউল্লাহ ইস্যুতে কথা বলেছেন বিসিবি পরিচালক

মাহমুদউল্লাহ ইস্যুতে কথা বলেছেন বিসিবি পরিচালক

স্পোর্টস ডেস্ক-

১৮আগস্ট,২০২৩,শুক্রবার মাহমুদউল্লাহ ইস্যুতে কথা বলেছেন বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু। তিনি বলছেন, যার শুরু আছে, তার শেষও আছে।  

এশিয়া কাপের ১৭ জনের দলে থাকার সুযোগ হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। দল ঘোষণার সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছিলেন, টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা এবং কোচ-অধিনায়কের মত বিবেচনায় মাহমুদউল্লাহকে নেওয়া হয়নি। 

মাহমুদউল্লাহ রিয়াদের বাদ পড়াকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার শেষ নেই। অভিজ্ঞ এই ক্রিকেটারকে দলে ফেরানোর দাবিতে মানবন্ধনও করছেন সমর্থকরা। এখনও তাকে বিশ্বকাপের দলে দেখার আশা করেন কেউ কেউ।

তবে এর মধ্যেই গুঞ্জন ছড়িয়েছে, বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়তে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে ছাড়াই যে বিশ্বকাপের দল হবে, এটিও একরকম নিশ্চিত।

টিটু বলেন, ‘রিয়াদের ক্ষেত্রে যেভাবে আলোচনায় আসছে, সেটা আসলে ওইভাবে আলোচনায় আসার মতো মনে হয় না। যার শুরু আছে, তার একটা সময় শেষ আছে। প্রত্যেক ক্রিকেটারই একটা সময় জাতীয় দলে অন্তর্ভুক্ত হয়, আবার বাদও পড়ে।

ক্রিকেট বোর্ড আসলে কাজ করে এসেছে ক্রিকেটার তৈরি করা থেকে খেলানো নিয়ে। একদম জিরো লেভেল গ্রাউন্ড থেকে টপ লেভেল পর্যন্ত যেভাবে প্রসেসের মধ্যে চলে ক্রিকেট। সেই প্রসেসেরই অংশ হিসেবে সমস্ত কিছু নির্ধারণ করা হয়।’

এত আলোচনা ও মানববন্ধন হলেও বিসিবি তাদের জায়গায় অনড়। তারা কোনো চাপ অনুভব করছে না মাহমুদউল্লাহ ইস্যুতে।

টিটু বললেন, ‘না। আসলে ওই রকমভাবে কোনো চাপ অনুভব করছি না। মাহমুদউল্লাহর কথা যদি বলি, আমাদের বাংলাদেশের ক্রিকেটে যে অবদান কখনো অস্বীকার করার মতো না এবং কখনো করাও হবে না।’

বোর্ড তার নিয়মেই চলবে মন্তব্য করে টিটু বলেন, ‘ক্রিকেট বোর্ডের যে নিয়ম আছে, সে নিয়মেই চলবে। রিয়াদ দীর্ঘ সময় জাতীয় দলে ছিলেন। আমাদের ক্রিকেটে তার অবদান ব্যাপক।’

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য