26.3 C
Rangpur City
Thursday, May 15, 2025
Google search engine
Homeখেলাধুলামায়ামি ছয় গোলের নাটকীয় ম্যাচে ড্র করলো

মায়ামি ছয় গোলের নাটকীয় ম্যাচে ড্র করলো

গোলবন্যার ম্যাচে পুরো ৯০ মিনিট খেলে একাধিক সুযোগ পেলেও কোন গোল করতে বা গোলে সহায়তা করতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা লিয়নেল মেসি। ম্যাচে মেসির নেয়া ৫টি শটের ৩টিই ছিল লক্ষ্যভ্রষ্ট।

মেসির জন্য এটি ছিল একদম ভুলে যাওয়ার মতো রাত। মেজর লিগ সকারে (এমএলএস) সান হোসে আর্থকোয়েকসের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি।

এমনকি সহজাত ড্রিবল করতে গিয়ে বল হারিয়েছেন বারবার। ড্রিবলের ৭ বারের চেষ্টায় সফল হয়েছেন মাত্র ৩ বার।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৫ মে) সকালে সান হোসের ঘরের মাঠ পেপাল পার্কে ম্যাচের মাত্র ৩৫ সেকেন্ডে জর্দি আলবার অ্যাসিস্টে গোল করেন সফরকারী দলের ম্যাক্সিমিয়ানো ফ্যালকন।
তবে মায়ামির করা গোল শোধ করতে খুব একটা সময় নেয়নি সান হোসে।

মায়ামি গোলরক্ষকের করা ভুল থেকে কলম্বিয়ান ফরোয়ার্ড ক্রিস্তিয়ান আরাঙ্গোর গোলে ম্যাচে ফেরে স্বাগতিকরা। এতে ম্যাচের তিন মিনিটের মধ্যে স্কোরলাইন দাঁড়ায় ১-১ সমতায়।

এরপর প্রথমার্ধে আরো দুই দফা পিছিয়ে পড়লেও আর্জেন্টাইন উইঙ্গার তাদেও আলেন্দের জোড়া গোলে শেষ পর্যন্ত হার এড়ায় মায়ামি। ম্যাচে মেসির একাধিক সুযোগের মধ্যে সবচেয়ে ভালো সুযোগ এসেছিল যোগ করা সময়ে।

জর্দি আলবার ক্রস থেকে পাওয়া বলে মেসির নেয়া বাঁ পায়ের শট ঠেকিয়ে দেন গোলকিপার। এতেই আর জয় পাওয়া হয়নি মায়ামির। (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য