আফ্রিকা থেকে সারাবিশ্ব ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স। করোনার প্রকোপ দূর না হতেই বিভিন্ন দেশের মতো ভারতেও ছড়িয়ে পড়েছে এই রোগ। এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করতে হলো ভারতের কেরালা রাজ্যের এক যুবকের। সম্ভবত, এটা ভারতে মাঙ্কিপক্স রোগে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু ও আফ্রিকার বাইরে চতুর্থ।
ভারতের কেরালা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন- শনিবার প্রাণ হারান ত্রিশূরের ২২ বছরের যুবক। গত ২২ জুলাই সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরেছিলেন তিনি। অসুস্থতার জন্য ভর্তি ছিলেন একটি বেসরকারি হাসপাতালে।
সেখানেই শনিবার মৃত্যু হয় তার। মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে কি না -তা নিশ্চিত করতে এরই মধ্যে যুবকের নমুনা কেরালার ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছে। (খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের)
এ পর্যন্ত দেশটিতে চারজন আক্রান্তের খোঁজ মিলেছে। তাদের মধ্যে তিনজনই কেরালা রাজ্যের।
(ছবি সংগৃহীত)