লিটন ঘোষ জয়. মাগুরা প্রতিনিধি;
মাগুরায় যথাযথ মর্যাদার সঙ্গে ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। সকালে শহরের নোমানী ময়দানে অনুষ্ঠিত হয় ঈদুল আযহার প্রধান জামাত। এতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেয়। ১০ জুলাই রোববার সকাল ৭টায় অনুষ্ঠিত এই জামাতে ঈদের নামাজ পড়ান মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি হাবিবুল্লাহ।
জেলার প্রধান জামাতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলুসহ মাগুরার সর্বস্তরের মানুষ নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। মুসুল্লিরাও একে অন্যের সঙ্গে কুলাকুলি করে ঈদের আনন্দ ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
натяжные потолки за 1м2 с установкой натяжные потолки за 1м2 с установкой .
шкафы на стоянку авто шкафы на стоянку авто .
кухни с угловой мойкой на заказ кухни с угловой мойкой на заказ .
услуги косметолога цены услуги косметолога цены .
недорогое строительство дома цены недорогое строительство дома цены .