লিটন ঘোষ জয়, মাগুরা প্রতিনিধি
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দর পক্ষ হতে সোমবার (১৫ আগস্ট) সকালে মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত থেকে পুষ্পার্ঘ্য অর্পণ এবং শ্রদ্ধা নিবেদন করেন মাগুরা-১ আসনের সাংসদ অ্যাডডোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সাংসদ ডক্টর বিরেন শিকদার,
জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি আফম আবদুল ফাত্তাহ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক পঙ্কজ কুন্ডু, সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ্ দেওয়ান, বীর মুক্তিযোদ্ধা মুন্সী রেজাউল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রমুখ।
এ ছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ প্রশাসন, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ এবং সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীরা।