সাজেদুল করিম :
ঈদ হল মুসলমান জাতির আনন্দের দিন। খুশির কোন অনুষ্ঠান বা আনন্দিত হওয়াকে ঈদ বলা হয়; যা বারবার ফিরে আসে। ঈদ আরবী শব্দ। যে দিনটাতে মানুষ একত্র হয়ে সবাই আনন্দ ভাগাভাগি করে নেয়। প্রতি বছর সারাবিশ্বের মুসলমান জাতি দু’টো ঈদ পালন করেন পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহা। ২১জুলাই,২১০২১,বুধবার মুসলমানজাতি উদযাপন করছে ঈদুল আযহা। বাংলাদেশেও মুসলমানরা পালন করছে ঈদুল আযহা।
ঈদের আনন্দ ভাগাভাগি করতে কর্মজীবীরা ঈদের ছুটিতে কর্মস্থল ত্যাগ করে তাদের জন্মস্হান অর্থাৎ নিজ গ্রামে পরিবারের কাছে ফিরছে। পরিবারের সাথে ঈদ উদযাপন করার কথা থাকলেও অসংখ্য ঘরমুখী মানুষ যানজটের কারণে পৌঁছাতে পারেনি বাড়িতে। ফলে পরিবহণেই ঈদ উদযাপন করতে হচ্ছে।
২১জুলাই,বুধবার সকাল ১১টা ৩০ মিনিটে মডার্ণমোড় ও পার্কের মোড়ে দেখা যায় অসংখ্য মানুষের ভিড়। যাদের গন্তব্যস্থল দিনাজপুর,
নীলফামারী,ঠাকুরগাঁও,পঞ্চগড়,কুড়িগ্রাম,লালমনিরহাট,পাটগ্রাম,বুড়িমারী।বেশিরভাগ যাত্রী ঢাকা থেকে আগত।