রিদওয়ান ইসলাম বিহন :
করোনা পরেই এখন আতংকের নাম ব্ল্যাক ফাঙ্গাস। এই ফাঙ্গাল ইনফেকশন (Black Fungus) অবহেলা করলে মারাত্মক রূপ ধারণ করতে পারে। সামান্য ত্বকের সমস্যা থেকে শুরু হলেও এই সংক্রমণ ছড়াতে পারে ফুসফুস এবং মস্তিষ্কে।একাধিক করোনা রোগী এই রোগে আক্রান্ত হয়েছেন। বিশেষজ্ঞদের মতে, মূলত করোনার কারণেই ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এই রোগ।মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাংগাসে এখনও পর্যন্ত ভারতে মোট ৭,২৫১ জন আক্রান্ত হয়েছেন।মিউকর নামে এক ছত্রাকের প্রভাবে এই রোগ হয়।সাধারণত আদ্র এবং ভেজা স্থানে এ রোগ বেশি ছড়ায়।শরীরের কাটা অংশের মাধ্যমে এ রোগ শরীরে প্রবেশ করে।লক্ষণ হল মাথা যন্ত্রণা, জ্বর, চোখের নিচে ব্যাথা, নাক বা সাইনাস বন্ধ হয়ে আসা, দৃষ্টিশক্তি কমে আসা।কোভিড ভাইরাসের কারণে যখন রোগীর শরীরে রোগ প্রতিরোধ শক্তি কম থাকে, তখন সেই ব্যক্তি ব্ল্যাক ফাঙ্গাস ইনফেকশনে আক্রান্ত হলে সেটি মূহূর্তের মধ্যেই মৃত্যু ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা।পরিস্থিতি মোকাবেলায ভারত সরকার এই ছত্রাক সংক্রমণ প্রতিরোধের জন্য অ্যান্টি-ফাঙ্গাল ঔষধ তৈরি করার জন্য ভারত সরকার তাদের একটি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে বলেও খবর বেরিয়েছে।