ছয় চাকা বিশিষ্ট জুরং রোবটটি মঙ্গলের উত্তরাংশে, উটোপিয়া প্লাটিনিয়া নামের বিস্তীর্ণ অঞ্চলে অবতরণ করে। অবতরণের সময় রোবটটি একটি বিশেষ যন্ত্র এবং প্যারাসুট ব্যবহার করে। মঙ্গল গ্রহের বুকে সফলভাবে অবতরণ করলো চীনের মহাকাশযান জুরং। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে শনিবার এই ঘোষণা দেয়া হয়। এর ফলে, যুক্তরাষ্ট্রের পর মাত্র দ্বিতীয় দেশ হিসেবে মঙ্গলে মহাকাশযান পাঠানোর কৃতিত্ব দেখালো চীন।এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যার মহাকাশযান সফলভাবে মঙ্গলের বুকে নামতে পেরেছে। জুরং রোবটটি মঙ্গলে কিছুদিন অবস্থান করে সেখানকার ভূতাত্ত্বিক নমুনা সংগ্রহ করবে। এরপর রোবটটি ফেব্রুয়ারি থেকে অবস্থান করা নাসার মহাকাশযানের সাথে যোগ দেবে।
সূত্রঃ ইন্ডিপেন্ডেন্টটিভি