18.4 C
Rangpur City
Wednesday, December 17, 2025
Google search engine
Homeজাতীয়ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা দিতে নির্দেশ, ইসির

ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা দিতে নির্দেশ, ইসির

বুধবার (১৭ ডিসেম্বর) ইসি উপসচিব মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে
জাতীয় নির্বাচন ও গণভোটের জন্য ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা দিতে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও জেলা নির্বাচন অফিসারদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি) এই নির্দেশনা দেয়া হয়।এতে বলা হয়, ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী গত ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হয়। পরে দাবী আপত্তি নিষ্পত্তি শেষে ২০ অক্টোবর প্রাথমিক চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়। প্রাথমিকভাবে চূড়ান্ত হওয়া ভোটকেন্দ্র নীতিমালা অনুসরণে কোনও পরিবর্তন, প্রতিস্থাপন বা সংশোধনের প্রয়োজন হলে তা সম্পন্ন করে ৫ কার্যদিবসের মধ্যে দুই প্রন্থ হার্ডকপি (সফট কপি নিকস ফ্রন্ট-এ পেনডাইভসহ) পাঠাতে হবে।

এতে আরও বলা হয়, প্রস্তাবিত ভোটকেন্দ্রের তালিকা পাঠানোর সময় কয়েকটি বিষয় যাচাই করতে হবে। তা হচ্ছে, নির্বাচনী এলাকার নম্বর ও নাম, উপজেলা বা থানার নাম, ভোটকেন্দ্রের নম্বর, সিরিয়াল নম্বর, ভোটারের সংখ্যা ও যোগফল, অস্থায়ী কেন্দ্র ও অস্থায়ী কক্ষের বিষয়ে ব্যাখ্যা ও অস্থায়ী কক্ষের ক্ষেত্রে সংশ্লিষ্ট ঘরে অস্থায়ী লেখা রয়েছে কি না এবং ভোটারের সংখ্যার সাথে ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা নীতিমালা অনুযায়ী আছে কি না।

শেষে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত যে ভোটকেন্দ্রগুলো পরিবর্তন করা হয়েছে এবং গণভোট ও আসন্ন নির্বাচনের জন্য যে
ভোটকেন্দ্রগুলো নতুন প্রস্তাব করা হয়েছে তার আসনভিত্তিক সারসংক্ষেপ পাঠাতে হবে। এছাড়া নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী ভোটকেন্দ্রের প্রস্তাব করা হয়েছে মর্মে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও জেলা নির্বাচন অফিসারকে প্রত্যয়নসহ প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে। (নিউজ ডেক্স)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য