জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অফিসার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন প্রধান কার্যালয়ের উপপরিচালক আফরোজা রহমান ও সাধারণ সম্পাদক নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম।
বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার বিকাশ চন্দ্র দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে ২০২২-২০২৫ মেয়াদের জন্য ১০টি পদে বিজয়ীদের নাম তুলে ধরা হয়।
কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম ও ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।
যুগ্ম সাধারণ সম্পাদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল ও চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহা. সজল আহম্মেদ। কোষাধ্যক্ষ মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সাংগঠনিক সম্পাদক কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইমরান হোসাইন। দপ্তর সম্পাদক শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী।
সুএ: ভোক্তাকন্ঠ