27.2 C
Rangpur City
Friday, March 14, 2025
Google search engine
Homeআন্তর্জাতিকভারি বর্ষণে লাল রঙের পানির ধারা গড়িয়ে পড়ছে ইরানের সমুদ্র সৈকতে

ভারি বর্ষণে লাল রঙের পানির ধারা গড়িয়ে পড়ছে ইরানের সমুদ্র সৈকতে

একটি অভূতপূর্ব দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়েছে ইরানের হরমুজ দ্বীপের সৈকতে। প্রবল বৃষ্টিপাত, তার মধ্যে চারদিকে ‘রক্তের ধারা’! সেই রক্তের ধারা গড়িয়ে গড়িয়ে পড়ছে উপর থেকে নিচে, মিশে যাচ্ছে সমুদ্রের পানিতে। ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশ হতেই তা ভাইরাল হয়। এরপর বিরল সেই দৃশ্য উপভোগ করতে ভিড় জমান পর্যটকরা।

মূলত সৈকতের মাটি লাল হওয়ার কারণে ভারি বৃষ্টিপাতে এমন রক্তের মতো লাল রঙের পানির ধারা তৈরি হয়েছে। দেখে মনে হচ্ছে যেন ‘রক্তস্নাত’ একটি সমুদ্র সৈকত।তবে ভাইরাল সেই ভিডিয়োটির
সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

ইরানের বেসরকারি সংস্থা ‘ইরান ট্যুরিজম অ্যান্ড ট্যুরিং অর্গানাইজেশন’ অনুযায়ী, হরমুজ দ্বীপে ‘জেলাক’ নামে লাল অক্সাইড সমৃদ্ধ একটি পাহাড় রয়েছে। তাই সেখানের মাটির রং গাঢ়ো লাল। গুরুত্বপূর্ণ শিল্পে ব্যবহার করার পাশাপাশি স্থানীয়েরা ওই পাহাড়ের মাটি খাবারের মশলা হিসাবেও ব্যবহার করেন।
পাহাড়টি উপকূলরেখা বরাবর অবস্থিত হওয়ায় হরমুজ দ্বীপের সৈকতের রংও লাল। ফলে সৈকতে যখন ঢেউ আছড়ে পড়ে তখন পানিও লাল হয়ে যায়।

প্রতিবেদন অনুযায়ী- ভিডিওটি ক্যামেরাবন্দি করা হয়েছিল গত মাসে। সম্প্রতি ভাইরাল হয়েছে সেটি। ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে- প্রবল বৃষ্টিতে সৈকতের লাল মাটি ধুয়ে পাথর থেকে গড়িয়ে অত্যাশ্চর্য দৃশ্য তৈরি করেছে। লাল রঙের পানিতে উপকূলরেখাও রক্তবর্ণ ধারণ করেছে। লাল হয়েছে সমুদ্রের পানিও। দেখে মনে হচ্ছে যেন রক্তবৃষ্টি হচ্ছে এবং সেই লাল রক্ত গিয়ে মিশছে সমুদ্রে।

ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘হরমুজ ওমিড’ নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ফার্সি ভাষায় সেই পোস্টে লেখা, ‘হরমুজের বিখ্যাত লাল সৈকতে প্রবল বৃষ্টিপাত।’ ভিডিওটি প্রকাশ্যে আসতেই এ নিয়ে হইচই পড়েছে নেটিজেনদের মধ্যে।

ভিডিওটি পোস্ট হওয়ার পর থেকে ইতোমধ্যে প্রায় তিন কোটি মানুষ সেটা দেখেছেন। কমেন্ট এবং শেয়ার করেছেন হাজার হাজার মানুষ। একজন লিখেছেন, ‘আমার প্রিয় দেশ। এটি একটি রঙিন দ্বীপ। তবে শুধু লাল নয়, দ্বীপের অনেক জায়গায় রুপালি রংও দেখতে পাওয়া যায়।’
(আন্তর্জাতিক ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য