প্রথমবার ভারতে একজন মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়েছে। মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী ভারতের কেরালা রাজ্যের বাসিন্দা।
ঐ ব্যক্তি সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। ১৪জুলাই,বৃহস্পতিবার কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ তথ্যটি জানান। তিনি মাঙ্কিপক্স রোগে আক্রান্ত ব্যক্তির অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন। (খবর এনডিটিভির)
কেরালা রাজ্যকে সাহায্য করতে রাজ্যটিতে একটি বিশেষজ্ঞ দল পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। ওই
দলে জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের বিশেষজ্ঞরাও আছেন।
কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বলেন- “এটা নিয়ে চিন্তিত বা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আক্রান্ত ব্যক্তির অবস্থা স্থিতিশীল।”
কিন্তু,গত মঙ্গলবার থিরুবনন্তপুরাম বিমানবন্দর হয়ে কেরালায় প্রবেশ করা ওই ব্যক্তি সম্পর্কে তিনি বিস্তারিত কিছুই জানাননি।
কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ বলেন- আক্রান্ত ব্যক্তি প্রাথমিকভাবে কাদের সংস্পর্শে এসেছেন তা চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত ব্যক্তির মধ্যে তাঁর বাবা, মা, একজন ট্যাক্সিচালক ও একজন অটোরিকশা চালক। তাছাড়া ট্যাক্সি ও অটোরিকশায় তাঁর পাশে বসা আরো এগার যাত্রী আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
шкаф в гараж с рольставнями шкаф в гараж с рольставнями .
купить угловую кухню 1 купить угловую кухню 1 .
багги стоимость багги стоимость .
https://t.me/s/TopTg777_R7
беспроцентный займ беспроцентный займ .
кредитная карта без отказа без кредитной истории кредитная карта без отказа без кредитной истории .
клиника косметологии официальный сайт клиника косметологии официальный сайт .