বুধবার (১০ সেপ্টেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ওপেনিং জুটি কিছুটা আশা দেখালেও ১৩.১ ওভারে মাত্র ৫৭ রানেই গুটিয়ে যায় আরব আমিরাত। লক্ষ্য তাড়ায় উড়ন্ত সূচনার পর ১ উইকেট হারালেও ৮৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সূর্যকুমার যাদবের দল।
এদিন টস জিতে বোলিং নেয় ভারত। জসপ্রিত বুমরাহ, অক্ষর প্যাটেলদের সামনে আমিরাতের ব্যাটাররা প্রথম ৭ ওভার কোনোমতে টিকলেও কুলদীপ যাদব ও শিভাম দুবে আক্রমণে আসতেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। আমিরাত চতুর্থ ও পঞ্চম ওভারে প্রথম দুই উইকেট হারায়।
ওপেনার আলিসান শারাফু ১৭ বলে ২২ রান করেন। এরপর মোহাম্মদ জোয়াইব ও রাহুল চোপড়া সাজঘরে ফেরেন। নবম ওভারে চতুর্থ ব্যাটার হিসেবে অধিনায়ক ও ওপেনার ওয়াসিম ২২ বলে ১৯ রান করে আউট হন। এরপর দলটির আর কোন ব্যাটার দুই অঙ্কের ঘরে রান নিতে পারেননি।
ভারতের হয়ে বাঁ-হাতি লেগ স্পিনার কুলদীপ যাদব ২.১ ওভার বোলিং করে মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। পেস অলরাউন্ডার দুবে ২ ওভারে ৪ রান দিয়ে নেন ৩ উইকেট। এছাড়া বুমরাহ, অক্ষর ও বরুণ চক্রবর্তী নেন একটি করে উইকেট।
লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটিতে ৩.৫ ওভারেই ৪৮ রান তুলে ফেলে ভারত। টি-টোয়েন্টির নাম্বার ওয়ান ব্যাটার অভিষেক শর্মা ১৬ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩০ রান করে জুনায়েদ সিদ্দিকীর বলে হায়দার আলীর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। এরপর শুভমান গিল ৯ বলে ২০ ও সূর্যকুমার যাদব ২ বলে ৭ রানে দলের বড় জয় নিয়ে মাঠ ছাড়েন।
(স্পোর্টস ডেস্ক)