27.2 C
Rangpur City
Friday, March 14, 2025
Google search engine
Homeখেলাধুলাব্যাটিংয়ে সবাইকে ছাড়িয়ে গেলেন ডাকেট,ইংল্যান্ড এর ইতিহাসের দিন

ব্যাটিংয়ে সবাইকে ছাড়িয়ে গেলেন ডাকেট,ইংল্যান্ড এর ইতিহাসের দিন

শনিবার (২২ ফেব্রুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করে প্রথম দল হিসেবে চ্যাম্পিয়নস ট্রফিতে সাড়ে তিনশ পার করেছে জশ বাটলারের দল। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৫১ রানে থেমেছে ইংল্যান্ড।
চ্যাম্পিয়নস ট্রফির ‘বি’ গ্রুপে চলছে অস্ট্রেলিয়া-
ইংল্যান্ডের হাইভোল্টেজ ম্যাচ। এই ম্যাচে চ্যাম্পিয়নস ট্রফিতে দলীয় সর্বোচ্চ রানের ইতিহাস গড়েছে ইংলিশরা।

এই ম্যাচে চ্যাম্পিয়নস ট্রফির আসরে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও গড়েছেন ইংলিশ ব্যাটার বেন ডাকেট। মার্নাস লাবুশানের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরার আগে ডাকেট করেছেন ১৬৫ রান। এটিই আইসিসির এই আসরে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। তিনি ২০০৪ আসরে নিউজিল্যান্ডের ন্যাথান অ্যাস্টলের ১৪৫ রানের রেকর্ড ভেঙেছেন।

বেন ডাকেট এদিন ইংলিশ ক্রিকেটের আরও এক রেকর্ড ভেঙেছেন। আইসিসির ওয়ানডে ইভেন্টে (বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি) ইংল্যান্ডের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেছেন আজ। পেছনে ফেলেছেন ২০১১ বিশ্বকাপে ভারতের বিপক্ষে অ্যান্ড্রু স্ট্রাউসের ১৫৮ রানের ইনিংসকে।

লাহোরে টস হেরে আগে ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড। ক্রিজে নেমে শুরু থেকেই ডাকেট ছিলেন আগ্রাসী। ৫১ বলে ফিফটির পর ৯৫ বলে পেয়েছেন সেঞ্চুরির দেখা। লাবুশানের স্লোয়ার বলে লেগ বিফোরের আগে ১৪৩ বলে করেছেন ১৬৫ রান। তার ইনিংসটি সাজানো ছিল ১৭টি চার ও তিনটি ছক্কায়।

এই ইনিংসের সুবাদে এখন তিনি চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসের সর্বোচ্চ ইনিংসের মালিক। ইংল্যান্ডের হয়ে আগে সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল জো রুটের। ২০১৭ সালে বার্মিংহামে বাংলাদেশের বিপক্ষে ১৩৩ রানে অপরাজিত ছিলেন রুট।
(স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য