20.9 C
Rangpur City
Sunday, December 22, 2024
Google search engine
Homeবিভাগীয় খবরবেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে রংপুরে মানববন্ধন

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে রংপুরে মানববন্ধন

স্টাফ রিপোর্টার-

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি রংপুর জেলা শাখা।
৭ সেপ্টেম্বর ২০২২,বুধবার বিকাল ২টার দিকে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচভ অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন রংপুর জেলার বিভিন্ন বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

মানববন্ধনে উপস্থিত নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন-একটি দেশের টেকসই উন্নয়নে প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা একটি দেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে এই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী ৯ জানুয়ারি ২০১৩সনে সারাদেশে সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন এবং ঘোষণার পূর্বেই মাঠ পর্যায় থেকে এইসব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর তথ্য চাওয়া হয়, কিন্তু সে সময়ে সারাদেশে ৩০হাজার ৩৫২টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলে ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পরিসংখ্যান ভুলের কারণে ৩০হাজার ৩৫২টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবর্তে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন এবং তা অনুমোদন করেন। যার ফলে সারাদেশে ৪ হাজার ১৫৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ থেকে বাদ পরে।

পরবর্তীতে মন্ত্রণালয় থেকে একটি শর্ত জুড়ে দেওয়া হয় যে, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার পূর্বে ২০১২ সালে কিংবা তার পূর্ববর্তী সময়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অংশগ্রহণ করেছে সেই সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোকে জাতীয়করণের আওতায় আনা হবে। এমন ৫০৬টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ২০১২সনের পূর্বে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ করায় সংসদীয় কমিটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একাধিক উপসচিব জাতীয়করণের সুপারিশ করেন।

কিন্তু সেগুলো এখন পর্যন্ত জাতীয়করণের আওতায় আসে নাই। ৪১৫৯টি বিদ্যালয়ের মধ্য থেকে সকল শর্ত পূরণ করা প্রায় ১৩০০বিদ্যালয় জাতীয়করণের জন্য উপজেলা ও জেলা যাচাই বাছাই কমিটি জাতীয়করণের জন্য সুপারিশ করে মন্ত্রণালয়ে প্রেরণ করেন যাহা মন্ত্রণালয়ে সংরক্ষিত আছে। বাকি বিদ্যালয়গুলো যাচাই বাছাই এর প্রক্রিয়াধীন।

শিক্ষকদের দাবি মন্ত্রণালয় চাইলে যে কোনো মুহুর্তে জাতীয়করণের জন্য উপজেলা ও জেলা যাচাই বাছাই কমিটি কর্তৃক সুপারিশকৃত ১৩০০ বিদ্যালয় জাতীয়করণ করতে পারেন। কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয়গুলো জাতীয়করণ না করে নানা সময় নানা ধরনের চিঠি ইস্যু করছেন ।

এমনকি ২০১৭সাল থেকে অদ্যাবধি পর্যন্ত জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলন সংগ্রাম করছেন এই শিক্ষকরা। শিক্ষকদের বেতন ভাতা না থাকায় দুর্বিসহ মানবেতর জীপন যাপন করছেন। এমতাবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি রংপুর জেলা শাখা সভাপতি আব্দুল কাদের। সঞ্চালনা করেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল আলম।এ সময় কেন্দ্রীয় সভাপতি মোঃ মামুনুর রশিদ খোকন পরবর্তী ১১ সেপ্টেম্বর,২০২২খ্রি. জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন কর্মসুচী ঘোষণা করেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন, রংপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শিক্ষকবৃন্দ।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য