31.1 C
Rangpur City
Saturday, September 21, 2024
Google search engine
Homeবিভাগীয় খবরবেরোবি'র শিক্ষক-শিক্ষার্থীকে হামলায় মানববন্ধন-অবরোধ

বেরোবি’র শিক্ষক-শিক্ষার্থীকে হামলায় মানববন্ধন-অবরোধ

নিজস্ব প্রতিনিধি:

১০সেপ্টেম্বর,২০২১,শুক্রবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সামনে পরাগ মাহমুদ ১০ম ব্যাচের শিক্ষার্থীকে গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের সামনে ও ভোর বেলা বেরোবি’র শিক্ষক মনিরুজ্জামান মজনু, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক লালবাগ রোডে ছিনতাইকারীর হাতে ধারালো অস্ত্র দ্বারা আহত হওয়ার প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ মানববন্ধন করেন ও পার্কমোড়, রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন তাঁরা।

বিশ্ববিদ্যালয়ের ১ নং গেটের সামনে অবরোধ চলাকালীন সময়ে মহাসড়কে সন্ধ্যা পর্যন্ত যানজট ছিল। অবরোধ চলাকালীন শিক্ষার্থীবৃন্দ বিভিন্ন স্লোগান দেন। শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অবরোধে প্রশাসনের কাছে দুর্বৃত্তদের শাস্তির দাবি করেন।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সহকারী প্রক্টর আনোয়ারুল আজিম শিক্ষক-শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় রংপুর তাজহাট থানায় পৃথক দু’টি অভিযোগ দায়ের করেন।

বেরোবি’র পুলিশ ফাঁড়ির এস আই ইজার আলী বলেন, এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ প্রশাসন একজনকে গ্রেফতার করেছেন।

News Desk
News Deskhttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য