বিশ্ববিদ্যালয় প্রতিনিধি-
১২অক্টোবর,২০২২ বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে থাকছে এক চমকপ্রদ বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের শেষে থাকছে কনসার্ট। রাত ৮ টায় সংগীত পরিবেশনায় জনপ্রিয় ব্যান্ড চিলেকোঠাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
উল্লেখ্য- চিলেকোঠা ব্যান্ডের প্রতিষ্ঠাতা রোকনুজ্জ্বামান হিমু এবং ভোকাল আরিফ আনান, ড্রামার পল্লব আরিয়ান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। এছাড়াও বেজিস্ট সাব্বির হোসেন পরাগ এই বিশ্ববিদ্যালয় থেকে সান্ধ্যকালীন MBA করেছেন, বর্তমানে হিমু ৩৮ তম বিসিএস ক্যাডার হিসাবে পীরগঞ্জ সরকারি কলেজ ঠাকুরগাঁও এর প্রভাষক হিসেবে আছেন। আরিফ ও পল্লব নীলফামারি EPZ এ কর্মরত আছেন।
আয়োজনে আরো রয়েছে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। এছাড়াও থাকছে ক্যম্পাসে বিভিন্ন স্টল। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে নানা কর্মসূচী হাতে নিয়েছেন।