20.9 C
Rangpur City
Sunday, December 22, 2024
Google search engine
Homeবিভাগীয় খবরবেরোবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

বেরোবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

মো:রিদওয়ান নুর রহমান-

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ‘উপনিবেশ উত্তর ইতিহাস, ভাষা ও সাহিত্য’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। ভারত ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত গবেষক, শিক্ষক ও ছাত্রছাত্রীর অংশগ্রহণে শুক্রবার সকালে বেরোবি ক্যাফেটেরিয়ায় দুই দিনের এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেন ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. পবিত্র সরকার।

এসময় তিনি বলেন, ভাষার সঙ্গে সাহিত্য-সংস্কৃতির একটা গভীর সম্পর্ক বিদ্যমান। ভাষা ও সংস্কৃতির মাধ্যমে উপনিবেশ পরবর্তী সময়ে এ অঞ্চলের সমাজ অনেকখানি বদলে গেছে। এর পেছনে সমাজের বুদ্ধিজীবী শ্রেণীর বলিষ্ঠ ভূমিকা রয়েছে।

সম্মেলনের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ তাঁর বক্তৃতায় বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে গবেষক, শিক্ষক-শিক্ষার্থীরা উপকৃত হবেন। পাশাপাশি এ ধরনের আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি দেশের গন্ডি ছাড়িয়ে সারাবিশ্বে ছড়িয়ে পড়বে।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা বলেন, দেশ ও বিদেশের প্রখ্যাত শিক্ষাবিদ ও গবেষকদের অংশগ্রহণে আন্তর্জাতিক সম্মেলন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধ করবে। আগামীতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বেরোবি কলা অনুষদের ডিন প্রফেসর ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পশ্চিমবঙ্গ ও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকবৃন্দ এবং বেরোবির বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আসিফ আল মতিন। সকালে সম্মেলন উদ্বোধনের আগে বেরোবি উপাচার্যসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ।

বেরোবি কলা অনুষদ আয়োজিত ২৯ ও ৩০ সেপ্টেম্বর দুই দিনের আন্তর্জাতিক সম্মেলনের প্রথম দিন পাঁচটি সেশন অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে ৫টি পৃথক সেশনে ভারত ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকবৃন্দ তাদের প্রবন্ধ উপস্থাপন করেন।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য