১৬ পেরিয়ে ১৭ তে বেরোবি ২০০৮ সালের ১২ অক্টোবর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে তত্ত্বাবধায়ক সরকারের হাত ধরে। আগামী শনিবার ১২ অক্টোবর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৬ পেরিয়ে ১৭ তম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি।
৩০০ শিক্ষার্থী এবং ১১জন শিক্ষক সমন্বয়ে এ বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম চালু হয় নগরীর লালকুঠি একটি ভাড়া বাসায় বর্তমানে বিশ্ববিদ্যালয়টি ছয়টি অনুষদে ২২টি বিভাগ নিয়ে স্থায়ী ক্যাম্পাসে চলমান রয়েছে। বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৮০০০ তবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ভৌত অবকাঠামো এবং জনবল সংকটসহ নানা সংকটে নিমজ্জিত পেরিয়ে দীর্ঘ ১৬ বছরে এ বিশ্ববিদ্যালয়টি কাঙ্খিত স্বপ্ন পূরণ করতে পারেনি বলে অনেকেই মনে করেন বিশ্ববিদ্যালয়ের ১৫ বছরের পরিকল্পনা মোতাবেক ২০২৪ সালের জুন মাস পর্যন্ত আটটি অনুষদে ৪৭টি বিভাগ চালু হওয়ার কথা থাকলেও সেটি সম্ভব হয়নি।
বিশ্ববিদ্যালয় ভৌত অবকাঠামোর যথেষ্ট সংকট রয়েছে শিক্ষার্থীদের আবাসন সংকট চরম পর্যায়ে মাত্র ১০% শিক্ষার্থী আবাসন সুবিধা পেয়ে থাকে ৯০ শতাংশ শিক্ষার্থী আবাসন সুবিধা থেকে বঞ্চিত কর্মচারীদের জন্য কোন আবাসন ব্যবস্থা নেই শুধু শিক্ষক এবং কর্মকর্তাদের জন্য মাত্র চল্লিশটি ফ্লাট রয়েছে পরিবহন সংকট চরম বিশ্ববিদ্যালয় এসব নেই।
বর্তমান ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকত আলী যোগদান করে ইতিমধ্যে এসব সমস্যার সমাধানের ঘোষণা দিয়েছেন সকলের সহযোগিতা পেলে এই বিশ্ববিদ্যালয় শিক্ষা ক্ষেত্রে সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে গড়ে উঠবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।
বেরোবির প্রতিষ্ঠা বার্ষিকী ধন্য বেরোবি গড়বো দেশ আবু সাঈদের বাংলাদেশ শ্লোগানকে স্বরণে রেখে সকাল ১০ টায় জাতীয় পতাকা, ইউভিসি ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, ১০.২০শে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক উদ্বোধন, ১০.৪০ মিনিটে আনন্দ শোভাযাত্রা, ১১.১০ মিনিটে বৃক্ষরোপন, ১১.৩০ মিনিটে কেককাটা ও ১১.৪০ মিনিটে আলোচনা সভার আয়োজন করেছে কতৃপক্ষ। পাশাপাশি বাদ আছর বেরোবি কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।